গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারনে বাড়তে শুরু করেছে নওগাঁর ছোট যমুনা এবং আত্রাই নদীর পানি। গত ২৪ ঘন্টায় ছোট যমুনার পানি বেড়েছে ৩৩ সেন্টিমিটার।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুজাউল ইসলাম বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারনে নওগাঁর ছোট বড় সব নদীগুলোর পানি কিছুটা বেড়েছে। তবে পানি বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি আরো বলেন, গতকাল ২৯ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় ছোট যমুনার পানি বৃদ্ধির পরিমান ছিল ১৩.৭৩ মিটার। আজ ৩০ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় ১৪.০৬ মিটার রেকর্ড করা হয়েছে তবে বৃষ্টিপাত নাহলে পানি কমে যাবে।
এদিকে মান্দার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর ও কয়লাবড়ি আত্রাই নদীর বেড়িবাঁধ ভাঙা থাকায় পানি বৃদ্ধির ফলে আকস্মিক সৃষ্ট বন্যায় এই দুইটি গ্রাম ব্যাপকভাবে প্লাবিত হয়েছে, ধসে পড়েছে কাঁচা বাড়ি, নষ্ট হয়েছে কয়েক হেক্টর জমির ফসল। এছাড়া বাঁধের মধ্যে থাকা কয়লাবড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
এদিকে সংষ্কারের অভাবে জোতবাজার মিঠাপুকুর হয়ে বান্দাইখাড়া ওয়াবদা বাঁধ চলাচলের অনুপোযোগী হওয়ায় সেটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক পানি বন্দি মানুষ এই রাস্তায় পরিবার সহ আশ্রয় নিয়েছে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.