সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ সেপ্টম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানব বন্ধন করেছে আত্রাই উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
মানববন্ধনে আত্রাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৬ শতাধীক শিক্ষক/ শিক্ষিকা অংশ গ্রহন করেন। সহকারী শিক্ষকদের দাবিকে যৌতিক আছে বলে সমর্থন করে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার শ্রী পবিত্র কুমার প্রামানিক ও সহকারী শিক্ষা অফিসার মো: তারিক ইকবাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তেজনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জহুরুল ইসলাম দুলাল, সহকারী শিক্ষক মো: আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক মিনহাজ উদ্দিন মিঠু, মো: সোলাইমান আলী বাঘা, সাখাওয়াত হোসেন সোহেল, আশরাফুজ্জামান জহীর, মো: হাবিবুর রহমান সাবু, মো: আব্দুল বাকীর, স্মামী আকতার, প্রমূখ।
পরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড প্রদানের যৌক্তিকতা গুলো তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.