মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও পূর্ণ দিবস কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষকরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন, কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহেদ ফেরদৌস, আল মামুন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মীর টিপু সুলতান, আলমাস হোসেন চৌধুরী, জিলা স্কুলের শিক্ষক এস এম জিল্লুর রহমান, জুলফিকার আলীসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে শতভাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদায়নসহ বিভিন্ন দাবিতে শিক্ষা ভবনে অবস্থান নেন মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তারা। এ সময় প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের ওপর ন্যাক্কারজনক হামলাসহ শিক্ষিকাদের লাঞ্ছিত করে। এখন এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্কুল শিক্ষকরা।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.