নওগাঁ

বিজয়ের স্বাদ সর্বস্তরের জনগণ সমানভাবে উপভোগ করবে, নওগাঁর নবাগত পুলিশ সুপার

নওগাঁর নবাগত পুলিশ সুপার মো: কুতুব উদ্দিন বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিজয়ের স্বাদ সর্বস্তরের জনগণ সমানভাবে উপভোগ করবে। সমাজে প্রচলিত ভিআইপিদের শ্রেণি পরিবর্তন হবে। ভিক্ষুক থেকে শুরু করে নির্যাতিত ও নিপীড়িত সব শ্রেণি-পেশার মানুষকে ভিআইপির নজরে দেখবে পুলিশ। এখন থেকে বৈষম্যমুক্ত পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এর আগে গত রোববার (৮ সেপ্টেম্বর) তিনি নওগাঁয় পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 

পুলিশ সুপার বলেন, পুলিশকে আরও জনবান্ধব পুলিশে রূপান্তর করা হবে। বিচার প্রত্যাশীদের ন্যায়বিচার নিশ্চিতে যা যা করণীয় করা হবে। শান্তিপ্রিয় জেলা নওগাঁকে যারা অশান্ত করার চেষ্টা করবে তারা আমার, আপনার ও জণগণের শত্রু। তাই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত জেলা গড়তে অপরাধীদের সম্মিলিতভাবে রুখে দেবে পুলিশ।

এ সময় গণমাধ্যমকর্মীরা নওগাঁ জেলার ট্রাফিক ব্যবস্থ্যাপনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চলমান টালমাটাল পরিস্থিতির নানা চিত্র পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। সমস্যাগুলো সমাধানে গণমাধ্যমকর্মীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান পুলিশ সুপার মো: কুতুব উদ্দিন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি-ডিবি) হাশমত আলী ও সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক উপস্থিত ছিলেন।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

মো: খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker