‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় শহরের নওযোয়ান মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।
রাজশাহী বিভাগীয় বনকর্মকর্তা রফিকুজ্জামান শাহ এর সভাপতিত্বে গতকাল মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়।
মেলার আয়োজকরা জানান, মেলায় ৪০টি স্টল অংশ নিয়েছে। যেখানে ফলজ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন গাছের চারার দিয়ে সাজানো হয়েছে। ফুলগাছের চারা ৫০-১০০ টাকা এবং ফলজ-বনজ শোভা বর্ধনকারী গাছেরচারা ১০০ টাকা থেকে ৩ হাজার টাকা। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা গাছ রোপনের পরামর্শ প্রদান করা হয়।
বিক্রেতারা বলছেন, শহরে বড় গাছ লাগানোর মতো জমি আছে কম মানুষের। এজন্য ফুলগাছ, ক্যাকটাস, পাতাবাহার, বেগুন, মরিচ, ক্যাপসিকামের মতো ছোট গাছের চাহিদা বেশি। তবে যাদের ছাদ বা কিছুটা জমি আছে তারা আম, কাঁঠাল, লিচু, মাল্টা, কমলা, সফেদাসহ বিভিন্ন ফল গাছ কিনছেন। তবে এখনো বেচাকেনা জমে ওঠেনি। অধিকাংশ মানুষই আসছেন দেখতে। শেষ দিকে বিক্রি বাড়তে পারে।