নওগাঁর পোরশা উপজেলার সাবেক সহ সভাপতি ও বর্তমানে তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য তৌফিক শাহ চৌধুরীর বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগে থানায় জিডি করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে বিএনপির পক্ষে দলের বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন এই জিডি দায়ের করেন।
জানা গেছে, দেশের পটপরিবর্তনের পর ক্ষমতার জোরে তিনি ওই ছয় কৃষকের ২৪ বিঘা জমি দখল করেছেন বলে থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। এর পরিপ্রেক্ষিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে বুধবার রাত ৯ টায় পোরশা থানায় জিডি করা হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে দৈনিক একটি পত্রিকায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ শীর্ষক একটি খবর প্রকাশিত হয়। সেখানে বিএনপি নেতা তৌফিক শাহ্ চৌধুরী ছয় কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে।