নওগাঁ

নওগাঁয় পটল ক্ষেত থেকে গুড় ব‍্যবসায়ীর মরদেহ উদ্ধার

নওগাঁর বদলগাছি থেকে ফয়জুল (৫০) নামে এক গুড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খলসি গ্ৰামের একটি পটল ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ফয়জুল উপজেলার বালুভরা ইউপির ঢেকরা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।

ওসি মাহবুব আলম বলেন, ফয়জুল শারীরিকভাবে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে খসলি মোড়ে চা খেতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এরপর রাতে তিনি আর বাড়ি ফিরেনি। আজ সকালে ওই এলাকার এক কৃষক পটল ক্ষেতে আসলে পাশের জমিতে ফয়জুলের মরদেহ দেখতে পায়। এরপর বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। 

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Author

দ্বারা
মো: খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধি

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker