নওগাঁ

আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে দু-পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্রকরে থানায় দু-পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়ের। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খন্জর গ্রামে সরকারের পরির্বতনের সুযোগে গত ৭ আগষ্ট তারিখে।

সরেজমিনে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্য মো: আয়েন আলীর পুত্র মো: হেলাল আলীর তার পিতা মো: আয়েন আলী ও এলাকাবাসী জানান। খন্জর-সাব-পোষ্ট অফিসের দক্ষিণ পার্শ্বে আত্রাই – খাজুরা রাস্তার ধারে আত্রাই নদীতে বিলিন হওয়া সরকারী খাস জমিতে মাটি ভরাট করে ৩০ বছর ধরে বসবাস করে আসছে। অনুসন্ধানে দেখা গেছে,বাদীপক্ষ খন্জরগ্রামের মো: আহাদ আলী সরদারগং এই জমিরমালিকানা দাবী করে।জমিটি তাদের দখলে নেওয়ারজন্য বিভিন্ন প্রকার উশৃঙ্খল আচরণ করে আসছে। গত ৭ আগষ্ট সরকার পরির্বতনের এই স্পশকাতর সময়ে বাদী পক্ষ বহিরাগত লোকজন নিয়ে এই সম্পত্তিতে ভাংচুর করে উক্ত বাড়ির আসবাবপত্র, বাড়িঘর ভাংচুর ও টাকা পয়সা, সোনারগহনা লুট করে নিয়ে যায়।

এদিকে খন্জর বাজারে ইউপি সদস্য মো: মুকুল ও ফার্নিজারের দোকান মালিক জানান, একই দিন গভীর রাতে দোকান ভাংচুর করে এবং দোকানে ক্যাশবাক্সে রক্ষিত টাকা ও মেশিন পত্র ভাংচুর করে এবং দোকানের দামি ফার্নিচার লুট করে নিয়ে যায় দূরবিত্তরা। এবিষয়ে আত্রাই থানা প্রশাসন কে লিখিত অভিযোগকরা হয়েছে।

জমির মালিক মো: আহাদ আলী সরদার বলেন, আমার পৈত্তিক সম্পতিতে ত্রিশ বছর ধরে জবর দখল করে রেখেছিল। আমি আমার সম্পত্তি উদ্ধার করেছি। তাদের অভিযোগ সত্য নয়। এবিষয়ে ক্ষতি গ্রস্থ পরিবার দাবি করেন এখন যে জমিতে বসবাস করছি উক্ত জমি খাস সম্পত্তি। আমি খাস সম্পত্তিতে বসবাস করছি। আমি বাধা দিয়েও শেষ রক্ষা পাইনি। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Author

দ্বারা
কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker