নওগাঁ

নওগাঁয় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থী ও ফায়ার সার্ভিস কর্মীরা

শেখ হাসিনার সরকার পতনের পর ভেঙ্গে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। আতঙ্কে পুলিশ সদস্যরা থানাতেও যাচ্ছেন না। দেখা মেলেনি সড়কেও। তাই নওগাঁর ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। 

শিক্ষার্থীরা বলছেন, শহরের সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানযট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১ টায় সরজমিন গিয়ে দেখা যায়, শহরের পার নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাজের মোড় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন তারা।

Image

ব্রীজের মোড়ে সড়কে যানবাহনগুলো আলাদা আলাদা লেনে চলাচল নিশ্চিত করতে কাজ করছেন একদল শিক্ষার্থী। বাটার মোড়ে যানবাহনগুলো আলাদা আলাদা লেনে চলাচল নিশ্চিত করতে কাজ করছেন পাঁচ শিক্ষার্থী।

এ সময় কথা হয় নওগাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রিমা বলেন, ‘এখানে আমরা এসেছি দেশের সেবা করতে। সড়কের যান চলাচল নিরাপদ করতে এবং যানজট মুক্ত এ শহর রাখতে আমরা ২৫ জন শিক্ষার্থী এ কাজে নিয়োজিত। দেশটা আমাদের সুন্দর করে সাজাতে সকলের সহযোগিতার প্রয়োজন।’

এ সময় শিক্ষার্থীর পাশে পানি নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন তাদের পাশে দাঁড়াতে দেখা যায়। সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের বলতে শোনা যায়, হেলমেট ছাড়া মটরসাইকেল না চলানোর অনুরোধ।

Image

পথচারীরাও বলেন, আজ শিক্ষার্থীরা যে কাজটি করছে সে কাজটি আমাদের সকলের করা উচিত এবং নিজ নিজ দায়িত্ব নিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে নির্দিষ্ট লেনে চলাফেরা করা উচিত।

এ প্রসঙ্গে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর (টিম লিডার) শামীম রেজা বলেন, ‘দেশের চলমান প্রেক্ষাপটে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শিক্ষার্থীদের পাশাপাশি যানজট নিরসনের কাজ করছে। যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদের সচেতন করতে হেলমেট ব্যবহারে পরামর্শ দিচ্ছি। এবং নির্দিষ্ট লেন দিয়ে চলাচলে অনুরোধ করছি।’

Author

দ্বারা
মো: খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধি

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker