নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনিসহ বিএনপি-জামায়াতের প্রায় দেড়শো নেতা-কর্মীরা কারামুক্ত হয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর আড়াইটা থেকে একে একে কারাগার থেকে বেরিয়ে আসেন নেতা-কর্মীরা। এ সময় কারাগারের বাইরে কয়েক হাজার নেতা-কর্মী তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এ সময় নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি জানান, দীর্ঘদিন পর স্বৈরশাসকের অত্যাচার নির্যাতন থেকে দেশের মানুষ মুক্ত হয়েছেন। দেশের সর্বস্তরের মানুষ এখন প্রাণ ফিরে পেয়েছেন। খুব দ্রুতই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এ মুক্তির মূল নায়ক ছাত্রদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি। তবে মুক্তির আনন্দ উদযাপন করতে গিয়ে নেতা-কর্মীরা যাতে হামলা ভাঙচুর বা সম্পদ নষ্ট না করে সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সনি। পরে হাজারো নেতা-কর্মী নিয়ে শহরে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।