নওগাঁ

নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ, আ’লীগ অফিস ভাঙচুর

কোটা আন্দোলনকে কেন্দ্র করে নওগাঁয় শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ ও শিক্ষার্থীদের সংঘর্ষে জেলার দলীয় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় শিক্ষার্থীদের মিছিল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সরিষা হাটির মোড় দিয়ে অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর মিলেছে। তবে আহতদের পরিচয় পাওয়া যায় নি।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মিছিলে সরকারবিরোধী নানান স্লোগান দিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা করে।

এতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের থাই গ্লাস, ব্যানার, দরজাসহ বিভিন্ন স্থাপনার ওপর ঢিল মেরে ভেঙে ফেলেন। এতে করে শহরের মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনী এসে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

Author

দ্বারা
মো: খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধি

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker