নওগাঁয় বিলুপ্তির পথে বাঁশের হাটগুলো
নওগাঁর আত্রাইয়ে অপ্রতুলতা ও পৃষ্ঠপোষকতা এবং পরিকল্পিত উদ্যোগের অভাবে বিলুপ্ত হতে চলেছে বাঁশেরহাটগুলো। বতমান সময়ে গড়ে উঠছে ইটের দালানবাড়ী ঘর।
ইটের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে না পেরে মুখ থুবরে পড়ছে এককালের ঐতিহ্যবাহী এই শিল্প। ওপর দিকে দিনে দিনে বাঁশের নায্যমূল্য না পাওয়ায় অভাব –অনাটনের মধ্যে দিনাতিপাত করছেন বাঁশ ব্যবসার সাথে জড়িত পরিবারগুলো। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকতে তারা এ পেশাকে ছেড়ে অন্য পেশায় ঢুকে পড়ছেন। ঐতিহ্যবাহী শিল্পকমটি এলাকা থেকে বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী বাঁশের হাট সমসপাড়, বান্দাইখাড়া ও নওদুলী বাজার কয়েক দশক ধরে শতাধীক পরিবারবাঁশ ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল। এক সময়ে আত্রাই ও পাশ্ববতী মান্দা উপজেলায় গৃহ্স্থ পযায়ে প্রচুর বাঁশ উৎপাদিত হতো। এছাড়া পাশের উপজেলা থেকেও প্রচুর বাঁশ আনা হতো।
ওই বাঁশ দিয়ে মাটির ঘরের খুটি, বেড়া, মাটির দ্বোতলা ঘরের চাতাল, ঘরের বেড়া, ধান-চালও ডালা সংরক্ষণের জন্য গোলা, ডোল, বাজার করার খলই, মাটি কাটার ঝুড়ি, মাছ ধরার যন্ত্রপাতি, চাষাবাদের জন্য সৌখিন অনেক পণ্যসহ গৃহস্থলি কাজের অনেক জিনিষ তৈরি করা হতো।
এগুলো প্রত্যেক পরিবারের জন্যই ছিল অপরিহায। কিন্তু কালের বিবতনে বাজারে প্লাষ্টিকের হরেক রকমের পণ্য আসায় হারিয়ে যাচ্ছে এ শিল্পটি। বতমানেউপজেলায় হাতে গোনা ৬০/৭০টি পরিবার এ বাঁশ শিল্পে ব্যবসার সাথে কোনো রকমে টিকে রয়েছে।