নওগাঁ

সংবাদ প্রকাশের পর ধামইরহাটে প্রভাবশালীর বেড়া গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন

নওগাঁর ধামইরহাটে ৩ মাস গৃহবন্দী পরিবারকে মুক্তি দিতে প্রভাবশালীর দেয়া বেড়া ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন। প্রতিহিংসার শিকার হয়ে প্রভাবশালীরা একটি পরিবারকে ৩ মাস গৃহবন্দি করে রেখেছে এমন খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ার পর উপজেলা প্রশাসনের দৃষ্টিতে আসলে ইউএনও আসমা খাতুন প্রভাবশালীর দেয়া বাঁশ ও কাঁটার বেড়া গুড়িয়ে দিয়েছেন। গণমাধ্যম ও উপজেলার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী এনতাজ আলী। 

জানা গেছে, গত রমজান মাস থেকে খেলনা ইউনিয়নের উদয়শ্রী গ্রামের রোস্তম আলীর ছেলে এনতাজ আলীর পরিবার প্রভাবশালী আব্দুল কাইয়ুম ও আব্দুল হাই গং এর দ্বারা শত্রুতার শিকার হয়ে গৃহবন্ধী হন। উপায় না পেয়ে কলা গাছের ভেলায় ও পুকুরের পানিতে সাঁতার কেটে বাড়ী থেকে বের হন এনতাজ আলী ও তাঁর পরিবার। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের! বিভিন্ন গণমাধ্যমে খবরটি দেখার পর ইউএনও আসমা খাতুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে বাঁশের বেড়া গুড়িয়ে দেন এবং প্রকৃত ঘটনা শুনে শান্তিপূর্ণ পরিবেশে উভয়ের মধ্যে আপোস করে দেন।  এ সময় ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, ইউপি সদস্য মিলন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, ‘বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পারি যে, এনতাজ আলী তাঁর পরিবার নিয়ে ৩ মাস যাবত গৃহবন্দী আছে! ঘটনা প্রত্যক্ষ করতে সরেজমিনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শান্তিপূর্ণ পরিবেশে উভয়ের চলাচলের রাস্তার বেড়া সরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়া স্বাধীন বাংলাদেশে সবাই স্বাধীন ভাবে বাঁচবে এটাই উপজেলা প্রশাসনের প্রত্যাশা।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker