নওগাঁ প্রতিনিধি:
ঈদযাত্রায় অতিরিক্ত দামে বাসের টিকিট বিক্রি করায় রেড হর্স, সোনার তরী, ভিআইপি ও সি বার্ড পরিবহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ জুন) বিকেলে পার নওগাঁ ঢাকা বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৪টি পরিবহনের কাউন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান বলেন, নওগাঁ জেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায় করার দায়ে রেড হর্স পরিবহনকে ৭হাজার, সোনার তরী পরিবহনকে ৬ হাজার, ভিআইপি পরিবহনকে ৭ হাজার এবং সীবার্ড পরিবহনকে ৫ হাজার টাকাসহ মোবাইল কোর্টের ৪টি মামলায় মোট ২৫ হাজারটাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বেশি দামে টিকিট বিক্রি করবেন না মর্মে অঙ্গীকার করেন অভিযুক্ত পরিবহন ম্যানেজাররা।
এসময় সঙ্গীয় ফোর্স হিসেবে জেলা পুলিশ, নওগাঁর একটি টিম উপস্থিত ছিল।