নওগাঁ
নওগাঁয় ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে ভাতিজার হাসুয়ার কোপে চাচা আরসাদ আলীর (৫০) মৃত্যু হয়েছে। ঘটনার পর ভাতিজা নুর হাবিব সুমনকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নে পানিহারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাচা আরসাদ আলী ও ভাতিজা নুর হাবিব সুমন একই বাড়িতে বসবাস করতেন। জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে তাদের মাঝে বিরোধ চলে আসছিল। আজও সকালে তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। সকাল সাড়ে ৮টার দিকে চাচা আরসাদ আলী গরুকে পানি খাইয়ে বাড়ি ফিরছিলেন। বাড়িতে প্রবেশের সময় আরসাদকে পেছন থেকে হাসুয়া দিয়ে মাথার পেছনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় মাটিতে লুটিয়ে পড়েন চাচা আসাদ। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।