সরিষাবাড়ী

যমুনায় উৎপাদন বন্ধ ১১মাস: চালুর দাবিতে গণ অধিকার পরিষদের মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় চালু করে সার উৎপাদনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনে তারাকান্দি যমুনা সারকারখানার প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি যমুনার গেট থেকে বের হয়ে সরিষাবাড়ী- ভুয়াপুর – তারাকান্দি মহা সড়ক প্রদক্ষিণ করে ফের যমুনার গেটে গিয়ে শেষ হয়।

মানববন্ধন বক্তারা বলেন, গত ১৫ জানুয়ারি সংকটের অজুহাতে তারাকান্দি যমুনা সারকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে তিতাস কর্তৃপক্ষ। কারখানায় গ্যাস না থাকায় প্রায় ১১ মাস যাবৎ ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। দীর্ঘদিন যমুনায় উৎপাদন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন মুল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশষ্কা দেখা দিয়েছে। চলতি বোরো মৌসুমে কমান্ডিং এলাকায় সার সংকট দেখা দিতে পারে। অতি দ্রুত চালু না হলে কৃষক বিপ্লব ঘটবে বলে তারা জানান।

বক্তারা আরো বলেন, ‘যমুনার এক টন সার উৎপাদন করতে খরচ লাগে প্রায় ৩৭ হাজার টাকা। আর দেশের বাইরে থেকে আমদানি করতে সমপরিমাণ সারের খরচ লাগে প্রায় ১ লাখ টাকা। আমদানি নির্ভরতা থেকে সরে দাড়িয়ে দেশীয় শিল্পকে সচল রাখা হলে দেশের রাজস্ব বাড়বে । এতে বাইরে থেকে সার আনতে সরকারের ভর্তুকি ভার বহন করতে হবে না। আগামী একমাসের মধ্যে কারখানা চালু না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বক্তারা।

এ-সময় মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা গণঅধিকার পরিষদেন সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ মহর, যুগ্ন সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু, সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker