জামালপুরের সরিষাবাড়ীতে মন্দির নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকালে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে থানা চত্তরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর (ক্রাইম এ্যান্ড অপস্) অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।
এতে আরো বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জিত প্রসাদ সাহা, সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা,খাগুরিয়া কালীমাতা মন্দির কমিটির সভাপতি রমেশ চন্দ্র সুত্রদর ও শিমলা বাজার জগন্নাথ মন্দির কমিটি শিবলু চন্দ্র ঘোষ প্রমুখ।
বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘ সবার আগে মানুষ।
সবাইকে নিরাপত্তা দিবে পুলিশ। হিন্দু সম্প্রদায়ে সংখ্যালঘু বলতে কিছু নেই। আপনাদের ধর্মীয় মন্দির রক্ষায় পুলিশ সব সময় প্রস্তুত আছে। মানুষের সেবায় পুলিশ বদ্ধ পরিকর।
এসময় সরিষাবাড়ী থানার (উপ-পরির্দশক) সুমন আহম্মেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে- উপজেলা বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ থানার পুলিশ সদস্য এবং সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।