জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক সাড়ে ৫ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করেছে।
রবিবার (৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফসল বৃদ্ধির লক্ষ্যে এ বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার ৫ হাজার ৫৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে এ সার- বীজ বিতরণ করা হয়।
এদের মধ্যে ৪ হাজার ৬০০ জনের মধ্যে সরিষা, ৮০ জনের মধ্যে গম, ভুট্রা ৬০ জন, পেঁয়াজ ৪০ জন, চিনা বাদাম ৮০ জন, মুগ ডাউল ৩০ জন, মসুর ডাউল ৪০ জন ও খেসারি ডাল ২০ জন কৃষকের মধ্যে এসব বিতরণ করা হয়। এসব বীজ উপজেলার প্রায় ৭৩৮ হেক্টর জমিতে বপন করা হবে।
এসব বিতরনে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ সহ কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.