সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ইউপি সদস্য আনিছ
জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য আনিছুর রহমান আনিছ।
এই উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ৬নং ভাটারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাটারা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে এ তথ্য তিনি নিশ্চিত করেন ভাটারা ইউনিয়ন পরিষদ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দায়িত্বপাপ্ত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ।
স্বাগত বক্তব্যে ভারপাপ্ত ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, ‘গত মঙ্গলবার (১৫ অক্টোবর) জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে ভাটারা ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহ সকল ইউপি কার্যাদি স্বাভাবিক রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, ‘গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মধ্যদিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পরাজয় ঘটে। সেই সাথে শেখ হাসিনার সরকারের মনোনীত বিনা ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকা ছেড়ে পলায়ন করে। যার ব্যত্যয় ঘটেনি জামালপুরের সরিষাবাড়ী ভাটারা ইউনিয়ন পরিষদেও। সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল ৫ আগস্ট এর পর হতে তিনি পলাতক। তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতি সহ একাধিক মামলা রয়েছে। যার ফলে ভাটারা ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই দুর্ভোগ ও বেহাল অবস্থা থেকে পরিত্রাণের প্রত্যাশায় আমরা সকল ইউপি সদস্যরা সম্বলিতভাবে উপজেলা নির্বাহী ও জেলা প্রশাসক বরাবর প্যানেল চেয়ারম্যানের মধ্যদিয়ে পরিষদের কার্য স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আবেদন করি।
যার ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমাকে ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের দোয়া ও সকলের সহযোগিতা কামনা করছি। ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ তার স্বাগত বক্তব্যের মাধ্যমে তিনি এসব কথা বলেন।
ভাটারা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার লুৎফর রহমান মালম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদে মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ খান, উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, ইউনিয়ন বিএনপির সভাপতি এড. মুহাম্মদ হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসলি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, আসলাম হোসেন বাচ্চু, এএমবি রেজা বানু, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান খাজু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, ভাটারা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাটারা ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, যুবদল ছাত্রদল কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘একজন ইউপি সদস্য ইউনিয়নবাসীর নাগরিক সেবার চিন্তা করে যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন এবং দায়িত্বভার নিয়েছে। সেটা তার একার পক্ষে পালন করা সম্ভব নয়। তাই সকলকেই সচেষ্ট সহযোগিতা করতে হবে এবং এই ইউনিয়ন পরিষদকে রাজনৈতিক মুক্ত রাখতে হবে। তবেই জনপ্রতিনিধিরা সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে সকালেই মন্তব্য করেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.