২০০৬ সালে হাইদর আলী বাবু নামে এক বিএনপির নেতাকে হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী সহ প্রায় ৫ শতাধিক মানুষ এতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা জানান, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাইদর আলী বাবু। ২০০৬ সালে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পোগলদিঘা সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগের সন্ত্রাসী নেতাকর্মীরা। পরে এ ঘটনায় নিহত বাবুর স্ত্রী দিলরুবা ময়না বাদী হয়ে সাবেক চেয়ারম্যান সামস উদ্দিনকে প্রধান আসামি করে আ.লীগ নেতাদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এদিকে আ.লীগের দলীয় প্রভাব খাঁটিয়ে মামলা খারিস করে নিয়ে আসে সামস উদ্দিন। এতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় বাবুর পরিবার। আ.লীগ সরকার পতনের পর বর্তমানে যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে তাই বাবু হত্যার পুনরায় তদন্ত করে হত্যাকারিদের বিচার দাবি জানান তারা।
এতে বক্তব্য রাখেন- পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রন্জু, সহ-সভাপতি রফিকুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনিরুজ্জামান আদম, কৃষক দলের আহবায়ক আব্দুল মজিদ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পিয়াস সরকার, নিহতে ছোট ভাই সোহেল সরকার প্রমুখ।
এ-বিষয়ে নিহত বাবু’র ছেলে ইজাজ আহাম্মেদ কৌশিক বলেন, ‘ছোট বয়সে বাবাকে হারিয়েছেন। মামলা করেও আমরা পরিবার কোন বিচার পাইনি। এখন আইনের প্রতি বিশ্বাস রেখে পুনরায় তদন্তের দাবিতে আগামী (২৫ সেপ্টেম্বর) তিনি বাদী হয়ে কোর্ডে মামলা দায়ের করেছেন। সুষ্ঠু বিচার পেতে আইন সহযোগীতা করবেন বলেও তিনি আশা করেন।