সরিষাবাড়ীতে অটো-চালককে অজ্ঞান করে ব্যাটারি ছিনতাই
জামালপুরের সরিষাবাড়ীতে হৃদয় মিয়া (১৯) নামে এক অটো-চালককে চেতনা-নাশক ঔষুধে অজ্ঞান করে নগদ টাকা, মোবাইল ও গাড়ির ব্যাটারি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পৌরসভার কোনাবাড়ী এলাকায় সেংগুয়া বাজার সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় ঐ অটো-চালক সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আহত হৃদয় মিয়া উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান (বটতলা) গ্রামের সেলিম মিয়া ছেলে। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় লেখাপড়ার পাশাপাশি পিতাকে সহযোগীতা করার জন্য অবসর সময়ে অটো/ ইজিবাইক চালাতেন হৃদয় মিয়া। গতকাল শুক্রবার বিকালে অটোগাড়ি নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বের হন তিনি। পরে আনুমানিক রাত ১১টার দিকে কোনাবাড়ী রাস্তা দিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন ঐ অটো-চালক। এসময় তিনি কিছু বুঝার আগেই চেতনা-নাশক ঔষুধ দিয়ে অজ্ঞান করে ফেলে। পরে তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও অটোগাড়ির ৫টি ব্যাটারি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা অটোগাড়ি সহ চালককে ফেলে রেখে চলে যায়।
অটো-চালককের পিতা সেলিম মিয়া জানান, ‘রাত সাড়ে ১২টার দিকে ফোন দিয়ে একজন জানায় তার ছেলে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতাল এনে ভর্তি করা হয়। তবে ফোন করে যে জানিয়েছেন তার ফোন এখন বন্ধ পাচ্ছি। এঘটনায় সরিষাবাড়ী থানা অভিযোগ করা হবে।
এ-বিষয়ে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা: শারমিন সুলতানা শান্তা বলেন, ‘কি ঔষুধ দিয়ে তাকে অজ্ঞান করা হয়েছে সেটা বলা মুশকিল। প্রথমে খুব গুরুতর ছিলো চিকিৎসার পর তার জ্ঞান ফিরেছে। এখন শঙ্কা মুক্ত আছে।
এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) মো: চাঁদ মিয়া বলেন, এখনও কোন অভিযোগ আসেনি। লিখিত কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।