বাংলাদেশের প্রায় এলাকাতে একই সমাজে হিন্দু-মুসলিম পরিবারের বসবাস। মুসলিমদের ইসলামী সংস্কৃতি দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয় জামালপুরের সরিষাবাড়ীর শুভ চন্দ্র ঋষি। আদালতে এফিডেভিটের মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। নতুন নাম নিজেই পছন্দ করে রাখেন ‘‘মোহাম্মদ আব্দুল্লাহ”।
জামালপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে এফিডেভিট (নং-১৯০) (তাং-২-১০-২৩ইং) তারিখে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি নিজের পছন্দেই নাম রাখেন ‘‘মোহাম্মদ আব্দুলাহ”। রবিবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ আব্দুল্লাহ।
এফিডেভিটে উল্লেখ্য করা হয়, তিনি সরিষাবাড়ী উপজেলার পৌরসভার বাউসী বাঙালীপাড়া এলাকার ধীরেন চন্দ্র মনি ঋষি ছেলে শুভ চন্দ্র ঋষি। প্রতিবেশী মুসলমানদের জীবনাচরণের আকৃষ্ট হয়ে ইসলামী বই-পুস্তক পড়াশুনা করে। স্রষ্টা সম্পর্কে চিন্তা-ভাবনা করে ইসলামই একমাত্র প্রকৃত সত্য ধর্ম বলে প্রতিয়মান হয়। তাই আল্লাহ আমাদের একমাত্র প্রভু ও হযরত মুহাম্মদ সা. আমাদের নবী এবং পবিত্র আল কুরআন একমাত্র ঐশিগ্রন্থ’র উপর বিশ্বাস দৃঢ়ভাবে স্থাপন করি।
ইসলাম ধর্মগ্রহণে আমাকে কেউ বাধ্য করেনি। স্বেচ্ছায় স্বজ্ঞানে নিজ ইচ্ছায় আদালতে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন থেকে ‘‘মোহাম্মদ আব্দুল্লাহ’’ নামে পরিচিত হচ্ছেন বলে জানান তিনি।