সরিষাবাড়ী

সরিষাবাড়ী উপজেলা পরিষদের নব-নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নব নির্বাচিত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার (৭ জুলাই) সকালে এই উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রকৃত্বিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ করা নব-নির্বাচিতরা হলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান আল-আমিন হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা শিখা।

দায়িত্ব গ্রহণের সংক্ষিপ্ত আলোচনা সভায় চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সকলের সহযোগিতা ও সমর্থন পেলে আমরা একসাথে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারব।

Image

সেই সাথে একই বক্তব্যে ভাইস চেয়ারম্যান আল-আমিন হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা শিখা বলেন, ‘সকলের সার্বিক সহযোগীতা নিয়ে সরিষাবাড়ির উন্নয়নের যথাযোগ্য ভাবে কাজ করা হবে।

এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান শেষে নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দরা। 

উল্লেখ্য: গত ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪২ হাজার ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হন রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ৩২ হাজার ৭০১ ভোট পেয়ে নির্বাচিত হন আল আমিন হোসাইন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ হাজার ৮৫৩১১ ভোট পেয়ে নির্বাচিত হন মাহমুদা শিখা। পরে গত বুধবার (৩ জুলাই) ময়মনসিংহ সার্কিট হাউজ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিদা।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker