সরিষাবাড়ী

‘‘চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট’’

সেবা দিতে হিমশিম খাচ্ছে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট থাকায় সরিষাবাড়ী উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবাগ্রহীতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। ফলে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা।

রবিবার (২৩ জুন) সকালে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলাতে অবস্থিত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দেখা যায় এমন চিত্র। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলাতে প্রায় ৩ লক্ষ ১৬ হাজার মানুষ বসবাস করেন। ১৯৬৩ সালে হাসপাতাল প্রতিষ্ঠা হয় ৩১ শয্যা বিশিষ্ট সরিষাবাড়ী হাসপাতাল। ২০০৮ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। ফলে ৩১ শয্যার ভিতরেই ৫০ শয্যা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মাঝে মধ্যে শয্যা সংকট থাকায় রোগীদের জায়গা হয় মেঝে ও হাসপাতালের বারান্দায়। একমাত্র স্বাস্থ্যসেবাদানকারী সরকারি এ প্রতিষ্ঠানে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় ৩-৪ শতাধিক মানুষ। চিকিৎসক সংকটে থাকায় চিকিৎসা সেবা ব্যাপক ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। 

এই স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনার জন্য ২৯টি পদ রয়েছে। বর্তমানে সেখানে কাগজ কলমে চিকিৎসক রয়েছেন ১০ জন। এদের মধ্যে সরেজমিনে চিকিৎসাসেবা দিচ্ছেন ৭ জন। দশ জনের মধ্যে মেডিকেল অফিসার ৪ জন ও ২জন শিশু ও এ্যানেসথেসিয়া এবং ১জন এইচএপিও রয়েছেন। কাগজ কলমে বেতন প্রক্রিয়া সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এর তালিকায় থাকলেও বাকি ৩ জন ড়া. আদর্শ রহমান কর্মরত আছেন জামালপুর সদরে ও ডা: মাজরিহা নাঈম মিশি কর্মরত আছেন ঢাকা ডেঙ্গু হাসপাতালে এবং ডা. ফাহমিদা জামান তিথি রয়েছেন অনুমতিবীহিন অনুপস্থিত। প্রায় ১ বছর যাবত এই চিকিৎসক সংকট। ফলে বদলি ডিউটি হিসেব করলে বাকি চিকিৎসক দিয়ে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা। রোগীরাও অনেক অপেক্ষা করে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অন্যত্র সেবা নিতে যেতে বাধ্য হচ্ছেন। 

সেবা নিতে আসা অনেকেই জানান, ‘বর্হির বিভাগে ডাক্তার পাওয়া যায় না। টিকিট কেটে অনেকক্ষণ ডাক্তারে অপেক্ষায় বসে থাকতে হয়। জরুরি বিভাগে ডাক্তার অন্যকক্ষ থেকে ডেকে নিয়ে আসতে হয়। তাছাড়া ভালো কোন বিশেষজ্ঞ না থাকায় জেলার হাসপাতালের দিকে ছুটতে হয়। এই হাসপাতালে গাইনী কোন ডাক্তারও নেই, অপারেশন বাহিরের কোন ক্লিনিক থেকে করতে হয়। এছাড়াও হাসপাতালে ভিতরে অনেকটা গন্ধ করে, রোগি এবং স্বজনদের টিকা মুশকিল। নিরুপায় হয়ে রোগীরা জামালপুর জেনারেল হাসপাতাল ও অন্যান্য ক্লিনিকে যেতে বাধ্য হন।

এদিকে হাসপাতালে একদিনে তিনটি গর্ভবতীর অপেরশন করার মত কৃতিত্ব রয়েছে। এছাড়া এক মাসে প্রায় শতাধিক ‘নরমাল ডেলিভারি’ করতে তারা সার্থক হয়েছেন। গত ৬ মাস যাবত গাইনি চিকিৎসকের বদলির কারণে হাসপাতালে স্বাভাবিক প্রসব কার্যক্রম ব্যাপক ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত।

এছাড়া হাসপাতালে ওয়ার্ডবয় এর সংখ্যা খুবই কম। যেখানে প্রয়োজন ৩জন সেখানে রয়েছে ২জন। পরিচ্ছন্ন কর্মী ও আয়া যেখানে প্রয়োজন ৭ জন সেখানে আছেন ১ জন। এসব সংকটের ফলে হাসপাতালের সেবার মান দিন দিন কমে যাচ্ছে। এসব প্রতিকূলতা মধ্যেও গত বছর চিকিৎসা সেবাতে ব্যাপক সুনাম অর্জন করেছেন সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স। 

এ-বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম জানান, ‘চলমান ঈদের সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগে প্রায় শতাধিক রোগি ভর্তি হয়েছে। ৫০ শয্যা আসনে ভর্তিকৃত রোগীদের ফ্লোরে বেড করে দেওয়া হয়েছে। এখন প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় তাদের সেবা দিতে ব্যাপক হিমশিম খেতে হচ্ছে। প্রায় ১বছর যাবত এমন অবস্থা। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা উচিৎ। 

এ-ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘চিকিৎসক সংকটের বিষয়টি ইতোমধ্যে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা ব্যাপক চিকিৎসক সংকটের মধ্যে রয়েছি। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় এমপি আব্দুর রশিদ স্যার কেউ অবগত করা হয়েছে। সংকট কাটিয়ে খুব দ্রুত চিকিৎসা সেবার মান বৃদ্ধি হবে বলেও তিনি জানান।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker