Site icon MIssion 90 News

সরিষাবাড়ীতে ‘ঈগল প্রতীকে’ ভোট চেয়ে ডা. মুরাদ হাসানের নির্বাচনী প্রচারণা

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল মার্কায়’ ভোট চেয়ে প্রচারণায় ব্যস্তসময় পার করছেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান। 
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী নির্বাচন উপলক্ষে উপজেলার পিংনা ইউনিয়নে সাধারণ মানুষের কাছে পৌঁছে ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি। 
এ-সময় তার সর্মথক কর্মীদের নিয়ে পিংনার ইউনিয়নে সমগ্র এলাকার হাট-বাজার এবং বিভিন্ন মোড় এলাকায় লিফলেট বিতরণ করে ঈগল মার্কায় ভোট চেয়ে এই প্রচারণা করা হয়।
প্রচারণায়-পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাধারণ সম্পাদক সেলিম আল-মামুন, যুগ্ন-সাধারন সম্পাদক রেজাউল হক সজনু, যুবলীগের নেতা কামাল হোসেন, হাফিজুর রহমান ও ইউনিয়ন ছাত্রলীগের কবির, শিহাব, সুমন, সোহেল, সাকলাইন, হাবিব, মেরাজ, রিতু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। এখানে মোট ভোটারের সংখ্যা-২,৮৯,২৬১ জন। আ.লীগের মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে এই আসনে নির্বাচন করছেন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত এই প্রচারণা চলবে এবং ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Exit mobile version