স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৮ অক্টোবর মহা-সমাবেশে হামলা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (৮ নভেম্বর) সকালে তৃতীয় দফা অবরোধের ১ম দিনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে বিএনপির পাটি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি আরামনগর বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝালুপাড়া মোড় এলাকায় গিয়ে এক পথ সভায় মিলিত হয়। মিছিলটি নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
এ-সময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম বলেন, দেশেকে অস্তিত্বশীল পরিবেশ থেকে মুক্ত রাখতে এই মুহূর্তে দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচি আমাদের সরিষাবাড়ী উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বাস্তবায়ন করবে। আর যে পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে, সেই পর্যন্ত রাজপথে বিএনপির অবস্থান কর্মসুচি মাধ্যমে অবরোধ ও বিক্ষোভ মিছিল অব্যাহত রাখবে।
বিক্ষোভ কর্মসূচিতে অন্যানদের মধ্যে- হাফিজুর রহমান মিলন, আব্দুল আলিম, সাখাওয়াত হোসেন শাহিন, স্বপন মেম্বার, নিপ্পন, রিয়াদ তালুকদার, বিদ্যুৎ, মানিক সহ বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।