জামালপুরের সরিষাবাড়ীর সর্ববৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আরামনগর কামিল মাদ্রাসার নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের নবাগত সভাপতি আব্দুল মান্নান মানুর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা মুজাহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলা লুৎফর রহমান, বিদ্যুৎসাহী সদস্য রোকুনুজ্জামান সেলিম, শিক্ষক প্রতিনিধি সুরুজ্জামান।
এতে আরো উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নুর এ আলম তরফদার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোজাম্মেল হক,বিদ্যুৎসাহী সদস্য মাহমুদুল হাসান দুখু, প্রতিষ্ঠাতা সদস্য আনিছুর রহমান, অভিভাবক সদস্য রেজাউল করিম, সুলতান মাহমুদ, আব্দুর রউফ, শিক্ষক প্রতিনিধি মমিনুল ইসলাম ও আব্দুল ওয়াহাব প্রমুখ।
উল্লেখ্য যে, সভার শুরুতেই নতুন পরিচালনা পর্ষদের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। নতুন পরিচালনা পর্ষদের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।