জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বর্তমান পৌর পরিষদের একবছর পূর্তি উপলক্ষে নাগরিক মতবিনিময় ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) সকালে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মো: মনির উদ্দিন মনির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইযুল ওয়াসিমা নাহাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, ওসি (তদন্ত) আব্দুল মজিদ, এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ্, সরিষাবাড়ী অর্নাস কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, আওয়ামী লীগ নেতা আব্দুল গণি, আলহাজ্ব আবুল হোসেন, কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ।
এসময় অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নাগরিকরা পৌরসভার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। পরে পৌর মেয়র সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং বাকী বছর গুলো যেন উন্নয়ন মুলক কার্যক্রম করে এই পৌরসভা’কে ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন এমন আশ্বাস দেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.