জমি ক্রয়-বিক্রয় নিয়ে কৌশলে ষ্ট্যাম্পে স্বাক্ষর, ফেরত চাইলে হুমকি
জামালপুরের সরিষাবাড়ীতে কৌশলে ষ্ট্যাম্পে সাক্ষর নিয়ে, বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হুমকি প্রদান করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। সাম্প্রতিক উপজেলার মহাদান ইউনিয়নের ২নং ওয়ার্ডে খাগুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার খাগুরিয়া গ্রামের মৃত আলহাজ্ব সোবাহানের ছেলে রইচ উদ্দিন (৪৭) পারিবারিক আলোচনা সাপেক্ষে- (৪০ শতাংশ জমি ওয়ারিশকৃত) ক্রয় করেন একই গ্রামের মৃত চেনু দেওয়ানির মেয়ে সেলিনা ও রেনু বেগমের কাছ থেকে। জমি মুল্য নির্ধারণ করেন ৯ লক্ষ ৬০ হাজার টাকা। পরিশোধ বাবদ দেন ৩ লক্ষ ৬০ হাজার টাকা। বাকী ৬ লক্ষ টাকা রেজিস্টারি সম্পন্ন করে দেওয়া হবে বলে চুক্তি হয় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে।
এ সময় সেলিনা বেগমের স্বামী শাহিনুর রহমান শাহিন (৩৮) কৌশল খাটিয়ে একশত টাকা মুল্যের ৩টি ষ্ট্যাম্পে লিখিত দিতে বলেন রইচ উদ্দিনকে। পরে রইচ উদ্দিন কোন কিছু চিন্তা-ভাবনা না করেই স্বাক্ষর দেন ষ্ট্যাম্পে। বাকী টাকা পরিশোধ হলে লিখিত ষ্ট্যাম্প ৩টা ফেরত দিবে বলে ওয়াদা করেন জমি বিক্রেতার স্বামী শাহিন মিয়া।
পরবর্তীতে জমির টাকা পরিশোধ করলেও ষ্ট্যাম্প ৩টা ফেরত দিতে তালবাহানা শুরু করেন শাহিন মিয়া। স্বাক্ষীগনদের নিয়ে ষ্ট্যাম্প চাইতে গেলে নানা ধরনের হুমকি দেন মৃত আব্দুল হকের ছেলে শাহিনুর রহমান শাহিন মিয়া। পরে এ ঘটনায় বিজ্ঞ আদালতে ২০২১ সালের ৩ আগষ্ট মঙ্গলবার (নং- ৯৮ ধারায়) মামলা দায়ের করেন রইচ উদ্দিন।
এ বিষয়ে জমি ক্রয়ের মালিক রইচ উদ্দিন জানান, দর দাম করেই জমি ক্রয় করেছি। কৌশল খাটিয়ে শাহিন মিয়া ষ্ট্যাম্পে স্বাক্ষর নেন। জমির টাকা পরিশোধ হয়েছে। কিন্তু স্বাক্ষর করা ষ্ট্যাম্প ৩টা ফেরত দিচ্ছে না। এখন চাইলেই হুমকি দেয়। সে এই ষ্ট্যাম্পের স্বাক্ষরের ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায়ের পাইতারা করছেন। সে গ্রামে সালিশ বৈঠকও মানতে রাজি নয়।
এ বিষয়ে বিবাদী শাহিনুর ইসলাম শাহিন মিয়া মুঠোফোন বলেন, জমি বিক্রয়ের পাওনা টাকা আমাকে দিলেই আমি ষ্ট্যাম্প ফেরত দিয়ে দিবো।