সরিষাবাড়ীতে ঘাস খাওয়া নিয়ে সাড়ে ৩ মাস বয়সী বাছুরকে আঘাত করে হত্যা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমিতে চাষ করা ঘাস খাওয়া নিয়ে সাড়ে ৩ মাস বয়সী একটি বাছুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) দুপুরে পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম মালিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সালিসে অভিযুক্তকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমিতে চাষ করা “গবাদি পশুর ঘাস” খাওয়া নিয়ে সাড়ে ৩ মাস বয়সী বাছুরকে আঘাত করে হত্যার করার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ জুন) দুপুরে পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম মালিপাড়া গ্রামের খোলা মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, পশ্চিম মালিপাড়া গ্রামের মৃত মহেজ উদ্দিন কায়েতের ছেলে খলিলুর রহমান তার নিজ জমিতে গবাদি পশুর জন্য ঘাস চাষ করেন। সেই ঘাস একই এলাকার আফজাল হোসেনের ছেলে ছানোয়ার হোসেনের পালিত সাড়ে তিন মাস বয়সী সিন্ধি জাতের বাছুর খেতে শুরু করে। এটি দেখে খলিলের স্ত্রী ছেলে রাকিবকে ক্ষেত থেকে গরু তাড়ানোর জন্য পাঠিয়ে দেন। রাকিব গরু তাড়াতে এসে বাছুরটিকে হাত-পা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় বাছুরটি। পরে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী উভয়পক্ষকে শান্ত করে বিচার সালিসে বসেন। ঘটনার পর্যালোচনার একপর্যায়ে সালিশিয়ান ব্যক্তিবর্গরা খলিলকে ৮০ হাজার টাকা জরিমানা করেন।
এ ঘটনায় অভিযুক্ত রাকিবের বাবা খলিলুর রহমান বলেন, “আমার ছেলে বাছুরটিকে মারেনি। কিন্তু বাছুরটি আমার খেতের মধ্যেই মরে পড়ে ছিল। তাই দোষ স্বীকার করে নিয়ে ৮০ হাজার টাকা জরিমানা দিয়েছি।”
এ-বিষয়ে বাছুরটির মালিক ছানোয়ার হোসেন বলেন, “সাড়ে তিনমাসের দুধের বাছুর ঠিকমতো খাবার খাওয়াই শিখেনি। তাই বেঁধে না রেখে ছেড়ে রেখেছিলাম। রাকিবদের খেতে গিয়ে দু-একটি ঘাস না খেতেই পিটিয়ে মেরে ফেলেছে বাছুরটি। গ্রামবাসী শান্তির লক্ষ্যে ৮০ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন। কিন্তু এখনো কোনো টাকা হাতে পাইনি।”
অভিযুক্ত রাকিব বলেন, “আমি তাদের বাছুরকে ক্ষেতে দেখিনি। কীভাবে মরে পড়ে আছে সেটা আমি জানি না।”
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল হাসান বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”