জনতার অধিকার আমাদের অঙ্গীকার এ শ্লোগানে ছাত্র অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় জোনাইল উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি- বার্ষিক সম্মেলনের মাধ্যমে আহবায়ক কমিটি গঠণ করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সা’দ আহম্মেদ রাজু।
প্রধান আলোচক ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সামিউল সামির। উদ্বোধক গণধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মুহাম্মদ হামিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম জাকির ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। সভাপতি তো করেন শত অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মহিদুল ইসলাম সাগর। সঞ্চালনায় অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার সাবেক প্রচার সম্পাদক সেলিম হাসান চৌধুরী।
আয়োজনে- ছাত্র অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখা। পরে মামুন মাহমুদকে আহ্বায়ক ও সেলিম হাসান চৌধুরীকে সদস্য সচিব নির্বাচিত করে ৪২ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়।