শাহীন স্কুল নান্দিনা শাখা,জামালপুর এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি বৃন্দের আসন গ্রহণ শেষে পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে
শাহীন শিক্ষা পরিবার জামালপুর অঞ্চলের নির্বাহী শাখা পরিচালক আব্দুল গফুরের সভাপতিত্বে খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্ভোধন করেন নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ আতাউর রহমান এবং উপস্থাপনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক সানিকা আফরিন চুমকি।
এরপর শুরু অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতা যেখানে তাদের ক্রীড়া শক্তি প্রদর্শন করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মহিলা অভিভাবকদের জন্য বালিশ খেলা এবং পুরুষ অভিভাবকদের গোলবার ফুটবল শর্ট খেলায় অংশগ্রহণের সুযোগ ছিল।উৎসব মুখর পরিবেশে প্রতিযোগিতা হয়।
শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজোতে শহীদ মীর মুগ্ধ, শহীদ আবু সাঈদ, ডাক্তার, কৃষক, মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধার মা, জামাই-বউ এবং বেগম রোকেয়া সাজে সেজে ছিল।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুলফিকার আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রানাগাছা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নওয়াব হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন।
আরোও উপস্থিত ছিলেন শাহীন স্কুল নান্দিনা শাখার পরিচালক মোঃ জুয়েল রানা, নাজমুল ইসলামসহ সকল শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।