জামালপুর

মাদারগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আসাবুদৌলা চৌধুরী’র জানাজায় হাজারো মানুষের ঢল

জামালপুরের মাদারগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আসাবুদৌলা চৌধুরীর জানাজা নামাজে হাজারো মানুষের ঢল।  শুক্রবার রাত সাড়ে ৩ ঘটিকায় রাজধানীর শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে  ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও একমাত্র ছেলে তন্ময় সহ আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মাদারগঞ্জ উপজেলার সাবেক কমান্ডারবৃন্দ। বিভিন্ন চাকুরীজিবীবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার বিকাল সাড়ে ৪ টায় চরপাকেরদহ  চৌধুরীবাড়ী হাফেজিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।  

Image

জানাজায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদৌলা চৌধুরী, অবঃ কর কমিশনার বীরমুক্তিযোদ্ধা হাসানুজ্জামান   তালুকদার হীরা, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান,

বাংলাদেশ পুলিশের  অবঃ অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান রিপন, সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরী সেলিম, ভাতিজা রাসেল চৌধুরী,  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাদা বুলবুল, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা  শাহ মোঃ মজনু মিয়া,   ছেলে তন্ময় চৌধুরী প্রমূখ।

এরপূর্বে বীরমুক্তিযোদ্ধা মরুহম আসাবুদৌলা চৌধুরী’র কফিনে  রাষ্ট্রীয়ভাবে সম্মান জানান মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা ও পুলিশ সদস্যরা।

তিনি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও  উপজেলা দূর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক ।    মরহুমের জান্নাতবাসীর জন্য  সকলের নিকট দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যবৃন্দ।  

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker