জামালপুর সদরের নান্দিনার কলেজ রোডে একটি গাড়ীর ধাক্কায় আবির হাসান (১০) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার নান্দিনা কলেজ রোডে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবির নান্দিনা এলাকার আতিক হাসানের পুত্র এবং নান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে সাইকেল চালানোর জন্য বের হয়। চালানোর এক পর্যায়ে কলেজ রোডে সাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়ী সাথে ধাক্কা লেগে পড়ে যায়।স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত আবির নানা বাড়ীতে বসবাস করতো। নিহতের বাবা আতিক ও মা আখি ঢাকায় পোশাক তৈরী কারখানায় চাকরি করে। নিহতের ঘটনায় স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমেছে।