জামালপুরের সদর উপজেলায় দুটি খড়ের পালায় আগুন লেগে আনুমানিক প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
রবিবার (৫ জানুয়ারি) আনুমানিক রাত ১০ টায় জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের চকবেলতৈল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সুত্র জানায়, মুক্তা মিয়া নামে এক ব্যক্তির ক্রয়কৃত খড় সেখানে পালা দিয়ে রাখে।রবিবার সন্ধ্যায় ঐ খড়ে আগুন লাগে যায়।
হঠাৎ আগুন দেখে গ্রামবাসীরা একত্র হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং এলাকাবাসীর সহযোগিতায় ২ ঘণ্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আনে।
খড়ের পালার নিকটবর্তী তিনটি বাড়ীর থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস। এতে বাড়ী তিন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী আশংকা করছে পূর্ব শত্রুতার জেরে এই পালায় আগুন দেয়া হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা বলা যাচ্ছে না। পূর্বেও একই ব্যবসায়ীর খড়ের পালায় দুইবার আগুন দেয়া হয়।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান, সদরের চকবেলতৈল এলাকায় মুক্তা মিয়া নামে এক ব্যক্তির খড়ের দুটি পাল্লায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খড়ের পাল্লা ছাড়া অন্য কোন ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি মুক্তা মিয়া জানান, আমার ক্রয়কৃত দুটি খড়ের পাল্লায় আগুন লেগে পুড়ে যায়। এতে আমার আনুমানিক প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্বে খড় ব্যবসায়ীর দুইবার আগুন লেগে যায়।
জামালপুর সদর থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুটি খড়ের পাল্লা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।