জামালপুর
জামালপুরের মহেশপুর কালিবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর সদরের নান্দিনার অদূরে মহেশপুর কালিবাড়ী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজ আহমেদ (৩১) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
রাজু আহমেদ নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০৯ এর শিক্ষার্থী এবং জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন। নিহত রাজুর বাড়ী নান্দিনা পুরাতনপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা লিয়াকত আলীর ছেলে ছিলেন।
জানা যায়,সন্ধ্যায় মহেশপুর কালিবাড়ী বাজার এলাকায় তার মটরসাইকেলটি একটি গাছের সাথে প্রচন্ড ধাক্কায় খেলে তিনি গুরুতরভাবে আহত হন এবং জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
রাজুর মরদেহ এখন তার বাড়ীতে রয়েছে বলে জানা গেছে। এদিকে কলেজ শিক্ষক রাজুর আহমেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।