মাদারগঞ্জে গণঅধিকার পরিষদের আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত
জামালপুরের মাদারগঞ্জে গণধিকার পরিষদের আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় বালিজুরি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন। প্রধান আলোচক কোন অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসাইন। শুভ উদ্বোধক ছিলেন যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাবেক সহ দপ্তর সম্পাদক মোনাইম আকন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখা সহ সভাপতি আল আমিন ও আরিফুল ইসলাম তুহিন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ন সদস্য সচিব রুবেল রানা। সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ হামিদুর রহমান ও সঞ্চালনায় সদস্য সচিব জিল্লুর রহমান। আয়োজনে ছাত্র-যুব, শ্রমিক,গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখা।
এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদ এর সি:সহ সভাপতি সামিউল সামির, কবি নজরুল সরকারী কলেজের ছাত্র অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সালমান, জেলা যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল,মাদারগঞ্জ উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির সহ গণঅধিকার পরিষদ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ শত শত কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।