মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে জনসমাবেশ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
প্রধান বক্তা জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথির বক্তব্য জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি জেলা বিএনপি মোস্তাফিজুর রহমান বাবুল।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, সাবেক সভাপতি শাহজাহান বি.কম, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান।
পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সিঃ সহ সভাপতি রকিব লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহম্মেদ প্রমূখ।
সঞ্চালনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আকন্দ রতন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।
এ ছাড়াও উপজেলা , পৌর, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসমাবেশ বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।