জামালপুর এম.এ রশিদ হাসপাতালে দূর্বৃত্তদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ২ ঘটিকায় বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদারগঞ্জ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি স্বপন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আব্দুল জব্বার।
সদস্য ও নতুন দেশ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আজম, ইউনিক হাসপাতাল প্রাঃ লিঃ পরিচালক জিয়াউল হক জুয়েল প্রমূখ।
এ সময় মালিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ ইসহাক, সদস্য মোহাম্মদ আলী, মাহফুজুর রহমান লিপুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জামালপুর এম. এ রশিদ হসপিটালে হামলা ও ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান বক্তারা।