২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের সভাকক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা,মডেল থানার ওসি শাহীনুর আলম, আহত নিশাত রৌদ্র’র বাবা শিবলুল বারী রাজু, শহিদ হোসেনের মা সুন্দরী বেগম,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ রিজভী আহম্মেদ।
কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম, শহিদ পরিবারের অভিভাবক মোস্তফা কামাল, আরটিভি ও সমকাল প্রতিনিধি মোজাম্মেল হক খুকন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরর জামালপুর।
জেলা কমিটির সদস্য মাহবুব আলম খুরশেদ আহত ইমরান, মুরশেদ তুষার ও সিয়াম প্রমূখ।
এ সময় মসজিদের ইমাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা, উপজেলার সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শহিদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার সমাজ কল্যাণ তহবিল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিস।
আন্দোলনে নিহত শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।