জামালপুরের মাদারগঞ্জে পূর্বাভাসভিত্তিক কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রোটেকশন এন্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশন্স(একো) এর অর্থায়নে এবং
কেয়ার বাংলাদেশ ও রাইমস এর কারিগরী সহযোগিতায় এবং স্কেলিং আপ ফোরকাস্ট-বেইজড এ্যাকশন এন্ড লার্নিং ইন বাংলাদেশ এর মাধ্যমে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সুফল-২ বাস্তবায়ন করে।
সভাপতিত্ব করেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন।
বক্তব্য রাখেন চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন সহ কয়েকজন উপকারভোগী। সঞ্চালনায় ইএসডিও প্রজেক্ট ম্যানেজার আমির হাসান।
এ সময় ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, উপকারভোগীবৃন্দ, সুফল-২ এর কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বন্যা পূর্বাভাস ভিত্তিক করণীয়, সাইলেজ তৈরিসহ দূর্যোগ মোকাবেলায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাসহ উপকরণ বিতরণ করা হয়।