জামালপুরের মাদারগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করেই বালিজুড়ী বাজারে চলছে ইলিশ মাছ বিক্রি। বুধবার বিকালে বালিজুড়ী বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েকজন মাছ ব্যবসায়ী অন্যান্য মাছের সাথে ইলিশ মাছ নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। ছোট ইলিশ ৩শ থেকে ৫শ ও মাঝারি ইলিশ ৫শ থেকে ৮শ এবং বড় ইলিশ এক হাজার থেকে ১৬ শ টাকায় কেজি বিক্রি হচ্ছে।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে ৫ টি বাজারে অভিযান পরিচালনা করেন। ইলিশ মাছ বিক্রি নিষেধ এ বিষয়ে মাছ ব্যাবসায়ীদের সর্তক করেন এবং বালিজুড়ী বাজারে এক ব্যবসায়ীর ৭ কেজি ইলিশ মাছ জব্দ করে এতিম খানায় বিতরণ করা হয়।
এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা মৎস্য অফিসার কামরুল হাসান জানান, মঙ্গলবার অভিযান পরিচালনা করেছি মাছ ব্যবসায়ীদের সর্তকমুলক প্রচারণা চালানো হয়েছে। এক ব্যবসায়ীর ইলিশ মাছ জব্দ করে নুরুন্নাহার এতিম খানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।