উপজেলা বিএনপির বিক্ষোভে অংশ নিতে চরপাকেরদহ বিএনপির বিশাল মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ উপজেলা,পৌর শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষীণ করে বিক্ষোভ মিছিলটি।
বিক্ষোভ মিছিলে অংশ নিতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আলমগীর কবির ও ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি, সাবেক সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম বিপুল, সাবেক সাংগঠনিক সম্পাদক জহু ফকির এর নেতৃত্বে বিশাল একটি মিছিল তেঘরিয়া বাজার থেকে বালিজুড়ী হাইস্কুল মোড়ে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর থেকে মোটরসাইকেল ও অটোযোগে শতশত নেতাকর্মীরা হাই স্কুল মোড়ে অবস্থান নেয়।
হাই স্কুল মাঠ থেকে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়, ঠাকুরবাড়ি মোড়, থানামোড়, গালস্ স্কুল মোড় হয়ে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। পরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মোঃ মঞ্জুরুল কাদের বাবুল খান। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবদুল গফুর।
এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা শেখ হাসিনার ফাঁসী ও ফ্যাঁসীবাদী আওয়ামী গড়ফাদার, শীর্ষ দূর্নীতিবাজ,পিলখানা হত্যাকান্ডের খলনায়ক, জুলাই গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী, ভূমিদস্যু, খুনি ও ভোট ডাকাত মির্জা আজম কে অবিলম্বে গ্রেফতার করে বিচার আওতায় আনার দাবী জানান।