মাদারগঞ্জে বেতাগাঁ বড় জামে মসজিদের দান বাক্সের তালা ও পাইপ ভাংচুর, মুসল্লীদের ক্ষোভ
জামালপুরের মাদারগঞ্জে মসজিদের দান বাক্সের তালা ও পানির লাইনের পাইপ ভাংচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগাঁ বড় জামে মসজিদের দান বাক্সের তালা ও পাইপ ভাংচুর করে ঐ এলাকার সন্ত্রাসী হালিম। গত ৬ অক্টোবর দুপুরে এ ঘটনা ঘটায়।
দানবাক্সের তালা ভেঙে মসজিদের ইমামকে টাকা গুলো দিয়েছে বলে জানা গেছে। মসজিদের দান বাক্সের তালা ও পানির লাইনের পাইপ ভাংচুরের ঘটনায় মুসল্লীরা প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয় সন্ত্রাসী হালিম এরপর কয়েকজন তাকে মারধোড় করে।
এ ঘটনায় সে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
এর পূর্বেও কয়েক বছর আগে অযু খানার ন্যামপ্লেট ভাঙ্গার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। গত ৫ তারিখে কথা কাটাকাটির জের ধরে বিএনপি নেতা রাসু’র মোটরসাইকেল পুড়িয়ে ফেলে সন্ত্রাসী হালিম।
সেনাবাহিনী বরাবরে এলাকাবাসীর দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, একের পর এক অপরাধ কর্মকান্ড চালিয়ে গড়ে তুলেছে হালিম বাহিনী। বিভিন্ন সালিশ দরবার থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে অপরাধীদের পক্ষে কাজ করে দেয় এরকম অভিযোগ উঠেছে হালিমের বিরুদ্ধে। এ নিয়ে এলাকাবাসীর রয়েছে চরম ক্ষোভ। হালিমের বিরুদ্ধে সেনাবাহিনী বরাবরে একটি অভিযোগ দিয়েছে এলাকাবাসীর পক্ষে কয়েকজন। পরে পানির লাইনের পাইপটি কস্টিপ দিয়ে জোড়া তালি লাগায় মুসল্লীরা।
মসজিদের ক্যাশিয়ার মাহমুদ হাসান লিটন জানান আমি ক্যাশিয়ার ছিলাম সেখান থেকেই সেক্রেটারি দায়িত্ব পালন করে আসতেছি। বর্তমানে আমি সরে আসতেছি মসজিদ কমিটি থেকে। দান বাক্স ভাঙ্গার বিষয়টি নিয়ে মজিবর দায়িত্ব নিয়েছে সন্ধার পর বসার কথা।
ইমাম ইয়াকুব আলী জানান, অনেকের সামনে দান বাক্সের তালা ভেঙেছে তারা দেখেছে এবং টাকা গুলো আমার হাতে দিয়েছে। এটা সামাজিক ও দশের প্রতিষ্ঠান, সমাজ সিদ্ধান্ত নেবে তারা কি করবে, দান বাক্স ভেঙেছে আমার এখানে কিছু করার নাই, আমি সমাজের অধীনে রয়েছি।