জামালপুরের নান্দিনায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা সারাদেশের ন্যায় নান্দিনায় অনুষ্ঠিত হচ্ছে। এবার ৯ নং রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজারে ৩ টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব।
পূজা মণ্ডপগুলো হল: নান্দিনা পশ্চিম বাজার সার্বজনীন পূজা মন্দির, নান্দিনা পূর্ববাজার মাতৃ মন্দির ও গরু হাটায় ধাম মন্দির। এছাড়াও মহেশপুর কালিবাড়ী এলাকায় একটি পূজামণ্ডপে চলছে শারদীয় উৎসব।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নান্দিনা বাজারে পূজা মন্দির সরেজমিনে পরিদর্শনে করেন জামালপুর জেলা প্রশাসক (ডিসি) হাসিনা বেগম, পুলিশ সুপার(এসপি) সৈয়দ রফিকুল ইসলাম ও জামালপুর সদর উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার জিন্নাত শহীদ পিংকি।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা প্রশাসন পর্যায়ের কর্মকর্তা, ৯ নং রানাগাছা ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ ও পূজা উদযাপন কমিটির কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন কমিটির কর্মকর্তারা জেলা প্রশাসক হাছিনা বেগমকে জানান, আমরা এবার খুব শান্তিপূণভাবে শারদীয়া দূর্গাপূজা উদযাপন করছি।
আমরা আশা করছি বিজয়া দশমীর দিনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্ষম হব।
প্রতিটি পূজা মন্ডপে পুলিশ, আনসার, বিএনপি নেতৃবৃন্দ কঠোর দায়িত্ব পালন করছেন।