জামালপুরের মাদারগঞ্জ মডেল থানায় যোগদান করলেন নতুন ওসি শাহীনুর আলম। বুধবার মাগরিব পর মাদারগঞ্জ উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুর আলম শাহীন।
তিনি শেরপুর জেলার শ্রীবদী উপজেলার বাসিন্দা। প্রথম তিনি ২০০৬ সালে সাব ইন্সপেক্টর (এস আই) পদে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় যোগদান করেন। দীর্ঘ ৯ বছর সিআইডি তে ঢাকায় কর্মরত ছিলেন সেখান থেকে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে ২৩ সেপ্টেম্বর/২০২৪ ইং তারিখে যোগদান করেন। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ-এমবিএ শেষ করেছেন।
উল্লেখ্য যে, গত ২১ সেপ্টেম্বর দায়িত্বরত ওসি নূর মোহাম্মদ মাদারগঞ্জ থানা থেকে নতুন কর্মস্থল পিবিআই হেডকোয়ার্টার ঢাকায় যোগদান করেন এবং পরে তার স্থলাভিষিক্ত হন শাহীনুর আলম শাহীন। মাদকমুক্ত মাদারগঞ্জ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.