মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন
বৈষম্য দূরীকরণে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের উদ্যোগে সরিষাবাড়ী উপজেলা প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষকরা, বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান। ইতিপূর্বেও এই দাবি নিয়ে আমরা মানববন্ধন করেছি, কিন্তু কোন ফলাফল আসেনি। বৈষম্য দূরীকরণে এই দাবি মানা না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, পিংনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাছির উদ্দিন, সানাকৈর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বারই পটল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনিছুর রহমান, শিক্ষক মো: মোজাহিদুর রহমান, আবুল হোসেন, আ: রহিম প্রমুখ।
মানববন্ধন শেষে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের কাছে মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোজাম্মেল হকসহ শিক্ষক নেতৃবৃন্দরা স্মারক লিপি প্রদান করেন। এ সময় উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।