মাদারগঞ্জে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষকদের মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন, শেষে ইউএনও এর নিকট স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি প্রধান শিক্ষক মো: তৌবুর রহমান, পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জহরুল ইসলাম, রাবেয়া সিরাজ দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, মাদারগঞ্জ শিক্ষক কর্মচারী কল্যান পরিষদ মানি’র সভাপতি উম্মে কুলসুম, ফুলজোড় রহিম জাফর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসেম প্রমুখ।
এ সময় মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তরা উপরে উল্লেখিত বিষয় গুলো দ্রুত বাস্তবায়নের দাবী জানান।