জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত কলেজ প্রভাষক
জামালপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মো: ফিরুজ মিয়া (৩২) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত ফিরুজ মিয়া (৩২) জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা গ্রামের আব্দুল রশিদের ছেলে। তিনি কামাল খান হাট আব্দুল মজিদ তালুকদার ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান শাখার প্রভাষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফিরুজ মিয়া কলেজ শেষে মোটরসাইকেলে বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে আসলে সার ভর্তি ট্রাক পিছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান ফিরুজ মিয়া। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সে সময় মোটরসাইকেলে থাকা তার আরেক সহকর্মীকে সহকারী অধ্যাপক আব্দুল মান্নানকে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ট্রাক চালককে ছেড়ে দেয়ার গুজবে নিহতের স্বজন ও স্থানীয়দের মাঝে ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র দে বলেন, ড্রাইভার পালিয়ে গেছে। ট্রাকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।