জামালপুর

একাধারে কাশবন ফুলে ফুলে সাদা

ভাদ্র আশ্বিনকে নিয়ে শরৎকাল। বঙ্গাব্দের তৃতীয় ঋতু শরতেও রয়েছে অনন্য বৈশিষ্ট্য। কখনো মেঘমুক্ত আকাশ আবার কখনো মেঘযুক্ত আকাশের নিচে মাটির উপর সাদা সাদা কাশফুল যেন চাদর বিছিয়ে দিয়েছে। চারদিকে সাদা কাশফুলের ওপর ঢেউ খেলে যায় উদাসী হাওয়া।

কাশবন কোন পরিচর্যা ছাড়া অবলীলায় বেড়ে উঠলেও এর সৌন্দর্যের কোনো ঘাটতি নেই। শরৎ ঋতুতে সাদা ধবধবে কাশফুল সত্যি মনোমুগ্ধকর। এর সৌন্দর্য যেকোনো মানুষের মনকে আকৃষ্ট করতে বাধ্য।

অপরূপ এই দৃশ্য দেখা যাবে জামালপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে শরিফপুর বাজারের পুরাতন ব্রহ্মপুত্র নদের উত্তরপাশে এবং বানার নদের উত্তরপাশে বিস্তৃর্ণ চরাভুমিতে এখন শোভা পাচ্ছে কাশফুল।

Image

প্রতিদিন বিকেল হলেই নারী-পুরুষ থেকে শুরু করে সব বয়সী মানুষ দল বেধে কাশফুলের প্রশান্তি নিতে ছুটে চলেছে। কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ আবার কাশফুল ছিঁড়ে তোড়ার মতো তৈরি করছেন। শিশুরা কাশবনে বেশ ছোটাছুটি আর খেলাধুলা করছিল।

স্থানীয় লোকজন জানান, ভাদ্র মাসের শেষ দিকে কাশফুল ফুটতে শুরু করে। এ সময় পুরো এলাকা সাদা হয়ে যায়। কার্তিক মাস পর্যন্ত কাশফুল থাকে। আর এই সময়টায় কাশফুলের সৌন্দর্যের টানে দর্শনার্থীরা এখানে ভিড় করেন। পুরোনো চরগুলোর জনবসতিহীন অংশে আর নতুন চরের প্রায় পুরো অংশেই কাশবন।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker